মাঝে মাঝে মনে হয় তোমাকে
কাচের মতো স্বচ্ছ কঠিন
ভেঙ্গে যাও, কভু হেলে পড়না।


কখনোবা হয়ে ওঠো নির্মল পানি-জল
গড়িয়ে গড়িয়ে নেমে যাও
একদম নীচে।


প্রভাতী সূর্যের কোমল আভা
বিকেলের রক্তিম আলো
ফিনফিনে রোদেলা দুপুর
ঝিলিবৎ স্ফটিকপ্রভা ফিরে ফিরে চায়
অবিকল তোমার মুখ।


দুর্গম হিমাচলের মতো
একাকী-নির্জন তোমার একান্ত উঠোন
নিঃসঙ্গতার রঙ মেখে
ডুবে যাও অন্ধকারের বুকে।


প্রহেলিকা বিভ্রমে
কবি ছুটে ছুটে ক্লান্ত-পেরেশান
অনে-ক দিন গত হলো
তবু তুমি রয়েই গেলে
হেঁয়ালি, এক রহস্য-কুহকিনী।


ফিরোজ, দিলকুশা, ১৩/০৩/২০১৬