এই মফিজ ! শোন ...
রাজগৃহের অতিথি সেবায় ভারী খুশি হলি-তো
এই নে, অতি ভালবেসে উপহার দিলাম
“রঞ্জিত মাছের পোনা”
ঠিক মতো যতনে রাখিস কিন্তু ... ফল দেবে,
কাঁচুমাচু হাতে, কি যে বলেন !
এ যে আমার শিরোভূষণ ।


তবে গঙ্গা, তিস্তা, ব্রহ্মপুত্রের ধারায় বাধ পড়েছে
শুকনো মৌসুমে
আমার নদী, খাল, নালা, পুকুর, সব জলাধার
শুকিয়ে মরুভূমি-একাকার
আর বৃষ্টি মৌসুমে
প্লাবনে প্লাবনে ভাসিয়ে নেয় বাসভূমি
কোন জলে এ নজরানা রাখি-যে যতনে !


আরে গাধা, এতো দামী উপায়নের
পরিচর্যা জানিস না এখনো !!


ফিরোজ, দিলকুশা, ০৩/০৫/২০১৭