অতি পুরোনো পোড়ো বাড়ির
বিবর্ণ জরাজীর্ণ ধ্বসে-পড়া দেয়াল
কিছু স্মৃতি আর কালের সাক্ষী হয়ে
ঠায় ‍দাঁড়িয়ে রয় কিছুকাল
ধীরে-ধীরে বিলুপ্ত হতে থাকে
অতঃপর মুছে যায় শেষ চিহ্ন।


একটি পতিত বসত-ভিটা
জঙ্গল আর কাঁটাযুক্ত আগাছায়
ভরে যায় সমগ্র দেহ
ভিটা-বাড়ির শেষ ছাপ
কোন এককালে উধাও হয়ে যায়
হয়তোবা সেটা একদিন আবাদি জমি।


স্রোত হারালে পতিত হয় নদী
ছড়ানো-ছিটানো জলাধারে
কচুরিপানার বসবাস
শেষ পরিণতি ধু-ধু বালুচরে
একদিন কালের গর্ভে মিশে যায়
শেষ নিদর্শন রেখা।


একজন পতিত মানুষের
অবশেষ থাকে কিইবা!
প্রতিবেশের ছোঁয়া অঙ্গে-প্রত্যঙ্গে
কিছু গল্প, কিছু সুখ-স্মৃতি
অথবা পতিত হবার উপাখ্যান
নগণ্য অবলম্বন যেন ধুলি-ধূসরিত মাঠ
জীবন-জীবিকার ক্ষেত্র অতি সংকীর্ণ
কোন একদিন এ-সময় হতে
হারিয়ে যায় চিরতরে!!


ফিরোজ, দিলকুশা, ১৬/১১/২০১৫