মনের মন্দিরে, তাঁর শোনা যায় সুর
হৃদয় আবিদ্ধ করে, হতে বহুদূর
এ কী ঘোর নেশা খেলে ! ধমনী শিরায়
কার টানে ! ছুটে ছুটে চলি অবেলায়
আকুলি বিকুলি মন, চায় দরশন
দেখা বিনে মরি হায় ! হয় অনশন
অনুক্ষণ, প্রতিকর্মে, নিয়ত স্মরণ
দেওয়ানা হবো আমি, হবে যে মরণ ।


আহারে আমার প্রিয় ! কেনো ঢেকে রও?
তোমার প্রেমের বর, আমাতে ভরাও
ফুলের পাপড়ি-দলে, তুমি হলে ঘ্রাণ
তাঁরই সৌরভে, মোর রয়েছে যে প্রাণ
হবো আমি একাকার, প্রেমের বসনে
অনুরাগে ঠাঁই দিও, ভক্তির আসনে ।


ফিরোজ, দিলকুশা, ২৯/০৩/২০১৭