এক নিমেষেই শেষ …
তবু কতো দর্প, ক্ষমতা, বড়াই
বাহাদুরি, শক্তির উন্মত্ততা !


দ্বিমাত্রিক সময় শুধু অতীত হতে জানে
অতীত কখনো ফেরে না
অন্তহীন পথে সে বিলীন হয়ে যায়
ফেলে আসা সময় কেবলই স্মৃতি হয়ে রয়
বর্তমানও পারে না বিলম্বিত হতে  
তরতাজা যৌবন সময়ের খাঁচায় বন্দি
আয়নায় বারবার উঁকি দিচ্ছে ভবিষ্যত
বাতায়ন পাশে বার্ধক্য-জরা
আর ক্রমেই এগিয়ে যাওয়া
মৃত্যুর অতি কাছাকাছি
প্রত্যেক জীবনকেই মৃত্যুর স্বাদ নিতে হয় ।


হিসাবের ঘরটি ফাঁকা, কখনো কি দেখা হলো
ক্ষণিক জীবনের পথ কতটুকু প্রশস্ত
সার্থকতাইবা কি জীবনের
অবধারিত গন্তব্যের সেই নির্ধারিত পথে যাবার
প্রস্তুতি-আয়োজনইবা কেমন হলো ?


ফিরোজ, দিলকুশা, ২১/০৩/২০১৭