পথিক, যদি সন্ধ্যা নামে পথে
          কালো মেঘে ঢাকে আকাশ
          ঘন তমসায় দৃষ্টিহীন
          মাঝে মধ্যে বিদ্যুতের ঝিলিক
          সে ঝলকে পথ না যায় চলা
          তবু আশা থাকে প্রাণে
          ত্বরায়ে হবে ভোর
          আবার শুরু হবে যাত্রা ।


নিবাসী, কুটির ভেঙ্গেছে ঝড়ে
          প্রদীপ নিভেছে জলে
          বানের তোড়ে হারালো সম্বল
          যেন এখনই স্তব্ধ জীবন
          তবু আশার তরী বাঁচিয়ে রাখে
          উদিত হবে নতুন সূর্য
          উঠবে জেগে নতুন চর
          বাঁধবো নতুন ঘর
          জ্বালবো নতুন আলো ।


অভাগা, যদি হারায় একটি বর
          তবু এগিয়ে যাবো
          সমক্ষে দাঁড়ানো নব সম্ভাবন
          নতুন স্বপ্ন, আরো মধুর আহ্বান ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৮/০৪/২০১৫