১)  বন্ধন


তুমি মোরে বাঁধলে প্রণয়ে
আগলে রাখবো বন্ধন আমরণ
আমার যতো শ্রমে,
আমাকে বাঁধতে চাও ধাতব শিকলে
শিকল ভাঙবো আমি
আমার ততো শ্রমে ।


২)  মৃত নদীর হাহাকার


নদীমাতৃক দেশে মৃতপ্রায় নদী
অন্তর খামচে ধরা বেদনা
এ কী মরণবাঁধ !
শুধু মরেই যাচ্ছে নদী
বুকের মাঝে জমতে থাকে চর
চোখে মৃত নদীর হাহাকার ।


৩)  যাত্রা


নতুন পথের যাত্রা অনিশ্চিত গন্তব্যে
নিয়তির যাত্রাপথের লক্ষ্য অজানা অপরিচিত
তবু যেতেই যখন হবে
হোক তব রোমাঞ্চিত হিতকর যাত্রা ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২০/০১/২০১৭ ও ২১/০১/২০১৭