থোকায় থোকায় ফুটে থাকা
সুরম্য অট্টালিকার ভিড় এ শহরে
একেবারেই গন্ধহীন কাগজের ফুল যেন
মলিন ধুলোর আস্তরণে কিছু কিছু শ্রীহারা
কারো কারো গায়ে
সদ্য রঙের লাবণ্যময় ঝলকানি
অট্টালিকার আড়ালে অন্দরে
কতো যে বিষণ্ণ কথিকা
কোথাওবা আবার করপোরেট নির্যাসের ছোঁয়া
ওরা বড্ড মুনাফা হিসাবী
যেন রক্ত চোষা বেনিয়ান কারবারী
আমার এ শহরের মৃত্তিকা বড়ই বিবর্ণ
এখন ভারি নিরস ধূসর কাননে ঠাসা
এ শহরের মৃত্তিকা পাংশুল বৃক্ষহীন  
কার্বন বিনিঃসরণের মহাকেন্দ্র ৷


ফিরোজ, দিলকুশা, ১১/০২/২০১৭