(১)  লক্ষ্যভেদ


যখন নতুন স্বপ্ন প্রবাহে
শিরা-উপশিরায় ঢেউ ওঠে
প্রত্যয়ী অনুচিন্তনে সম্মুখে অগ্রসর
দৃঢ়পদ, দৃঢ়হাত, কর্মঠ প্রয়াস;
সম্মুখে আসুক যত হিমালয়-বাঁধা
কুৎসিত হাতগুলোর ভীতিকর আস্ফালন
তবু অনড় এগিয়ে চলা, লক্ষ্য স্থির
নির্ভীক শুভকর যাত্রাপথে
লক্ষ্যভেদ হবেই হবে ।


(২)  বেহিসাবী যৌবন


যৌবন যদি বেহিসাবী অবিবেচক
বৃষ্টিহীন আগামী খুবই রুক্ষ
শুধুই পুড়তে থাকে আফসোসের খরায়
ধীরে ধীরে মৃত্যুপথ
সে হাহাকার বাড়িয়ে দেয় শতগুণ ।


(৩)  স্বার্থচিন্তা হিতকর বটে


আমিত্বে উদ্যোক্তা হয়
উদ্যোক্তায় উন্নয়ন
উন্নয়নে স্বার্থ জড়িয়ে
স্বার্থচিন্তা হিতকর বটে
যদি তা হয় সুনিয়ন্ত্রিত
যদি না হয়ে পড়ে স্বার্থান্ধ ।


ফিরোজ, রাজশাহীর পথে-১৫/১০/২০১৬, সিদ্ধেশ্বরী-০৫/১১/২০১৬, সিদ্ধেশ্বরী-০৯/১২/২০১৬