চোখে জল কেন বলো, হয়েছে কি ভাই
কপোলে ঝরিছে বারি, এত কেন মান
কেঁদোনাগো বন্ধু তুমি, তোমাকে শুনাই
নিয়তির ঘেরে মোরা, অতিশয় হীন
বুকে ভার মনঃকষ্ট, হবে যে বৃথাই
জীবন সংগ্রামে তব, হয়েছি যে দীন
ফেলে দেয়া নোংরা খুঁটে, চলেছি কজন
অবহেলা লাথি ঝাঁটা, জুটিছে সদাই ।


সহায় সম্বল নেই, কি-বা আছে গতি
ভুলে যাও সব ব্যথা, মন প্রীত করি
যদি চাও টেনে দিবে, অসময়ে যতি
আমরা টোকাই তবু, আমরাও পারি
সময়ের যানে চলো, ঠিক রেখে মতি
নোনাজল দরিয়াও, মাড়াবো না-হারি ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৭/০১/২০১৭