এখানে একটা শহরের কথা ! একটা মুখোশের কথা !
সুসভ্য মুখোশে অতি পরিপাটি শহর
আড়ালে মেতে ওঠা নীতিহীন অশ্রেয় কদর্যতার উৎসব
ল্যাম্পপোস্টের নিয়ন আলোতে কতো চক্ষু জলের ইতিহাস
ঝকঝকে তকতকে শুভ্রতার পিছাড়িতে
নিয়ত বুকফাটা চাপাকান্নার আওয়াজ
রাত কাটে কারো কারো বিলাসী শিততাপ প্রাসাদে
এই শহরেই কারোবা রাতের সঙ্গী
বেওয়ারিশ কুকুর, নর্দমার মশা, ফুটপাথ, আইল্যান্ড
দিনের আলো হাসে অতি ব্যস্ততার মুখরতায়
যেন ছুটতে থাকে যার যার মগ্নতায়
এ শহর যেন যান্ত্রিক, প্রাণহীনের শহর
মনুষ্যত্ব হারিয়ে বড্ড অমানবিক
সভ্যতার বাহারি পোষাক পরে পুড়তে থাকে স্বার্থপর আগুনে
এ শহরে অবিরত সভ্যতার চিতা জ্বলে ... !!


(বিগত ০৮/১২/২০১৬ তারিখে প্রিয় কবি চারু মান্নানের আসরে পোষ্টকৃত ‘এখানে আলো নেই’ কবিতাটি পড়ে আমার অন্তরে যে নিজস্ব ভাবের উদয় হয় সে প্রেক্ষিতে এই কবিতা লেখা । কবিতাটি আসরের প্রিয় কবি চারু মান্নানের প্রতি উৎসর্গকৃত ।)

ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৯/১২/২০১৬