সোনালী ধানের ঝরঝরে সুখ
শিশির জড়ানো কিছুটা শীতল স্পর্শের রাঙা প্রভাত
আড়মোড়া ঘুম ভাঙ্গে আঙিনার
দিনের পাটাতনে নমনীয় সূরের স্নিগ্ধ কিরণ
ফসল, মাঠ, ঘাট, অরণ্য অনাবিল চঞ্চল
দুপুর গড়িয়ে অনুরাগের হাওয়ায় দোলে মুখরিত বিকেল
আহা ! কী মায়াভরা হেমন্ত সন্ধ্যা
হেমন্ত রাত্রি যেন কৃষকের সোনালী স্বপ্নভরা দুচোখ
হে আমার কোমল হিমঋতু ! তোমার রূপ-রসে আর্দ্র
আমি মাতোয়ারা ভীষণ আনন্দ অবগাহনে ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৫/১১/২০১৬