(১)
এমন কোন জন্ম আছে কি
যাতে মৃত্যুর স্পর্শ নেই কখনো
এমন কোন সূর্য আছে কি
যে কখনো অস্ত যাবে না
দিনের পর রাত আসে
প্রতিটি সুখের পিছনে এক কষ্টের ইতিহাস ৷


(২)
আকাঙ্ক্ষার নিক্তিতে
ব্যর্থতার যন্ত্রণা দোল খায়
আর আশা হয়ে ওঠে
হতাশা পালানোর আশ্রয় ৷


(৩)
জীবন যদি হয়
বিষুব রেখা
সাফল্য ও ব্যর্থতা
জীবনের দুটি দ্রাঘিমা রেখা ৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৫/১১/২০১৬