লোভী হইনি কখনো, এমন বলবো না
বিবেক-প্রবৃত্তির ক্রমাগত দোলাচল
নিজের মধ্যে আরেক আমি
মোহিনী ছলনায় পুনঃপুনঃ উঁকি দেয়
নীতিহীন ভোগ আর বিলাসী প্রশ্রয়
বারবার পা পড়ে
বিভ্রান্তির আয়েশি চৌকাঠে
মহান সত্তার অপার করুণাধারা
অবিরত বর্ষিত
ফিরে আসি চৈতন্যের বসত ভিটায় ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১১/১১/২০১৬