কোন এক লগ্নের সহসা আহ্বান
জলসিক্ত সুপ্ত চেতনামূল
রোপিত অনুভূতির ওঠে শিহরন
ধীরে ধীরে অনুভূত চারাটি বিকশিত সজীব
তারপর কলি, ফুল
রূপ নেয় পরিণত অবয়বে ।


একদিন হঠাৎ প্রলয়ে ভেঙ্গে গেল বৃক্ষটি
হৃদয় কন্দরে কালবৈশাখী ঝড়
অনবরত নির্মম হাতুড়ির আঘাত
ভেঙ্গে চুরমার অন্তর অলিন্দ
বিক্ষিপ্ত চেতনার পর বিশাল নিস্তব্ধতা
অতঃপর নিষ্ঠুর হনন ।


ফিরোজ, তোপখানা, ঢাকা, ১৫/১১/১৯৯৮