তাল বেতালে তাল হারিয়ে
কেমন করে গলায় ধরি গান
এধার ধরলে ওধার হারায়
কেমন করে রাখি তোমার মান!


চৈত্র রোদে ঠকঠকে মাঠ
সবুজ বিহীন প্রান্ত ভারী ম্লান
বিষম গরম তৃষ্ণা কাতর
কেমনে হবে সজীব ‘উদাস মন’?


নেতার কদর বাড়ছে ভারী
চলছে বিলি নিত্য নতুন ত্রাণ
ষণ্ডা পাণ্ডা তুলছে ঝাণ্ডা
কেমনে রাখে নেতার মুখ অম্লান!


বিয়ে বাড়ির হরেক তালে
রান্না বান্নায় ছুটছে খাবার ঘ্রাণ
পেট পুরে খায় বকর মিয়া
এদিক ওদিক কেমনে পাবে পান?


ফারাক্কাতে নদ হারালো
বালু চরে আটকে গেল জান
ভৈরব পাড়ের ছোকরা মোরা
কেমনে হবে নদীর জলে স্নান!


ঘুংড়িকাশি ভেঁপুর বাঁশি
দাদুর বুঝি এবার গেল প্রাণ
ভালই জমা অর্থ কড়ি
ছুটছে ওরা কেমনে পাবে মন?


পুকুর ঘাটে শ্যাওলা জমে
পিছলা ভারী শক্ত ইটের শান
নাইতে নেমে দস্যি ছেলে
কেমন করে ভাঙ্গলো কোমর খান!


ফিরোজ, দিলকুশা, ০৩/১০/২০১৬