আলো নেই সব চোখ খোলার
সব চোখ হলোনা খোলা
ভাষা নেই সব কথা বলার
সব কথা হলোনা বলা।


নিরালার অন্তরীণ ভাবগুলো
প্রকাশযোগ্য শব্দ চায়
অন্দরের অনঙ্কুরিত বীজগুলো
তীব্র আলোর দৃষ্টি চায়
হৃদয়ের গহিনে অনুভূত
তিরতিরে ব্যথা
অজানা এক বিঘ্ন-পাহাড়
প্রখর উত্তাপের তীব্রতায়
বাসনার বাষ্পরা শুকিয়ে যায়।


আঁখিগুলো মেলতে চায় পাতা
তবু হয়ে ওঠেনা সব চোখ খোলা
কথারা হাসতে চায়
তবু হয়না বলা সব কথা।


ফিরোজ, দিলকুশা, ২৫/০৬/২০১৬