মন পবনের নাওরে তুমি
কেমন সুরে গাও
তোমায় আমি বুঝিনারে
বোধন আমায় দাও।


আধেক থাকে দাওয়ার কাছে
আধেক দূরে রয়
সারা বেলা উঁকিঝুঁকি
আধেক খুঁজে পায়।


মনের কাঁটায় বিদ্ধ হলে
পরান ক্ষতে জ্বলে
অন্তরকাঁটায় অন্তক্ষরণ
লুটায় পড়ে তলে।


ভ্রান্তিভরে উথাল পাথাল
দুঃখ অনিঃশেষ
মন তরঙ্গে অবুঝ ভেসে
ক্লান্তি অবিশেষ।


ফিরোজ, শান্তিনগর, ০৩/১০/২০১৬