সত্যাগ্রহ, মানবতা, আলোর দিশা
হৃদয়াবেগ, উত্তাপ আর সংবেদনশীলতার ছবি
থরেবিথরে সাজানো, রাতের নিরভ্রাকাশে
দীপ্র-নক্ষত্র যেমন সুশৃঙ্খলিত-সুদৃশ্য
ঔৎসুক্যের ফ্রেমে পরিবেষ্টিত
একটি আশ্চর্য এলবাম,
রক্তের স্পন্দনে অসংখ্য পৃষ্ঠা উল্টে যায়
প্রাণবন্ত সজীব ছবিগুলি, নিরুত্তাপ-নিষ্প্রভ নয়
বা নিশ্চল-নিস্তব্ধ নয়, অব্যাহত গতিময়তা
আর প্রাণস্পন্দন, নিখুঁত নির্ভুল অনুপম আদর্শ
একজন সর্বোত্তম মানুষ, ইমামুল মুরসালিন
মুহাম্মদ (সাঃ), পরিপূর্ণ এ জীবন্ত ছবির
চিত্রকর স্বয়ং আল্লাহ।


ভাষা ও শব্দের বেনজির ছবি
হৃৎপিণ্ড নাড়ানো সতেজ রক্তপ্রবাহের মতো
অন্তরে আনে প্রবল অনুপ্রাণন
অথচ নিশ্চিন্ত স্বস্তি ব্যাপক ও গভীর
হৃদয়ে সঞ্চারে নিরত্যয় পরিণত প্রেম
প্রীতি, ঘৃণা, ভয়, সংকল্প, সাহসিকতা
এ ছবি কৃষ্ণপক্ষের আঁধারে
প্রদীপ্ত আলোকশিখা, সর্বকাল নির্বিশেষে
আগ্রহী যে কারো হৃদয়-ক্যানভাস
হতে পারে দ্বিধাহীন উদ্ভাসিত, কিংবা নিরঞ্জন দৃশ্যাবলী
দিয়ে সাজাতে পার মানস প্রাচীর
কৃত্রিম ক্যামেরা বা ফ্লিম প্লেট অনাবশ্যক।


ঐশী জ্ঞানদ বিপ্লবী, নিরত আনি
ইতিহাসের নতুন বাঁক, দূষিত পানি শোধনের মতো
সমাজ করে পরিশুদ্ধ, বিশ্বজনায় উপহৃত সর্বজনীন
শাশ্বত জীবনবিধান, যার আবেদন
অবিনাশী চিরকাল, সত্য ও ন্যায়ের সাক্ষী
স্পষ্ট সতর্ককারী সুসংবাদদাতা, সফলতা ও সঠিক
পথের দিশারী, স্রষ্টার অনুমতে
তাঁর দিকে অন্তরনিষিক্ত আহ্বান, যেন সৈকতে
আছড়ে পড়া সমুদ্র সফেন ঢেউ, সৃষ্টিকুলের প্রতি
প্রগাঢ় ভালবাসায় বিরহিণী মায়ের মতো
অনুক্ষণ উদ্বেলিত চিত্ত।


মিথ্যার প্রতিকূলে দৃঢ় প্রত্যয়
দায়িত্ববোধ ও জবাবদিহির প্রখর অনুভব
করে তীব্র দহন, রোদনরত অশ্রুনির্ঝর চোখ
সত্যের প্রতি অবিশ্বাসীদের অগ্রাহ্যে
দুঃখসমাকুল মন, সত্যের দাওয়াতে পর্বতসম অবিচল
শত নিপীড়ন, বিদ্রূপ, অত্যাচার উপেক্ষিত
প্রতিশোধের বদলে হিতাকাঙ্ক্ষা, মানবতার প্রতি
অফুরন্ত অনুরাগ, বহ্নিকুণ্ডে ধাবিত যারা তাদের রক্ষায়
কোমর ধরে পশ্চাতে টানার প্রাণপণ প্রয়াস
যেন মন্দকে দমন করা শুভ
কাঁটার স্থলে বিছিয়ে দেয়া ফুল।


সত্যের ডাকে আপনাকে উৎসর্গ করা
সীমাহীন আশা, ধৈর্য, সহিষ্ণুতা, সংকল্পের অদ্ভুত
চারিত্রিক দৃঢ়তা, জগতের সকল নর-নারীকে
তাওহীদের পথে নিয়ে আসার কঠোর সাধনা
শ্বাস-প্রশ্বাসে, সাফল্যে-ব্যর্থতায়, প্রতি মুহূর্ত
কেবলই মহান রবে আত্মনিবেদন, মানব হিতৈষী
নিরাপদ কল্যাণকর সমাজ ও রাষ্ট্রের পত্তন
বৃক্ষমূলের মতো সমাজের গভীর থেকে
অন্যায় অত্যাচার ও জুলুম নিপীড়নের শিকড় উৎপাটন
ন্যায়পরায়ণ, দয়াশীল ন্যায় বিচারক
মজলুম-নিপীড়িত, দুর্বল-সবল সকলের অধিকার সংরক্ষণ
প্রতিটি ভাল কাজের যথার্থ প্রতিদান।


অফুরান দয়া, প্রেম, অনুগ্রহ, অপরের ভুল ক্ষমা
আচরণে নম্রতা, কোমল হৃদয়, স্নেহশীল শিক্ষক
সংবেদনশীল মেজাজ, সত্যনিষ্ঠ পথে চলা মুসাফির
বৈষয়িক চাকচিক্যে, আরাম আয়েশে
বা প্রাচুর্যে যদি আত্মার ধ্বস নামে তবে তা প্রত্যাখ্যাত
সাগরে মেশা নির্ঝরিণী স্রোতের মতো
মানব প্রেমে একাকার
মানবতার মুক্তি হেত‍ু সমর্পিত জীবন।


বিষ্ময়কর সব আলেখ্য
এ ধরণীর সর্বোৎকৃষ্ট নেয়ামত
বিশ্বজনীন উত্তুঙ্গস্বর, অমোচনীয় রঞ্জন রূপে বক্ষে ধরি
দিক-দিগন্তে দাও ছড়িয়ে প্রতিচ্ছবি
এর সকল রঙে হও রঙিন।


(লাক্বাদ কানা লাকুম ফি রাসুলুল্লাহি উসওয়াতুন হাছানাহ্‌ - নিশ্চয়ই রাসুলুল্লাহ (সাঃ) এর জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ)


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ৩১/০১/২০১৫