মুখে মুখে একই অভিবাদন
“শাবাস ! শাবাস ! সেরা কোকিল বটে”
ইদানীং বসন্তের কোকিলের বড়ই কদর।


সুযোগসন্ধান, সুবিধাবাদ
আসুরিক প্রতিবেশে জয়োৎসব চলে
নেতিবাচক চেতনা-প্রবণতার
অসভ্য নীতিহীনতার ব্যূঢ় পরিব্যাপ্তি
অনৈতিক দুর্বৃত্ততার প্রতি তাই ঘৃণা নেই
বেহুদা অন্যায্য কাজের দাপুটে বন্দনা
রহীম, রাম, মধু, মাইকেল
গা ভাসায় গড্ডলিকায়
শঠতায় সমর্পিত, অসহায় আত্মসমর্পণ।


পদে পদে সততার অভিভাব অপমান
সৎ-জনা নিত্য অসহায়
ক্রমাগত চিত্রিত এক বোকা কাক হয়ে
হালকা উত্তাপে বরফ গলে মিশে যায় জলে
বাড়িয়ে তোলে নিরুপায় আর্তনাদের স্তর
সুস্থ ঝোঁক চৈতন্যগুলোও
সমাজ সংসার ছেড়ে পালাবার উপক্রম
এ বদ্বীপ হতে দ্রুত উধাও হতে চায়
সাধুতা সুবিচার!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৯/০৫/২০১৫