এই মেয়ে, শোন
কেন তোমার আনত বদন !
সদ্য ফোটা বেলি ফুল
নীল নয়নের মায়াবী দৃষ্টি
গোটা সত্তা দৃষ্টি-বিলীন
তিলক-শোভা চিবুকখানি
ওষ্ঠপুটে মিষ্টি হাসির রেখা
মেয়ে তুমি
পূর্ণ-পেয়ালা সুরাসক্তি
জাগাও মদির নেশা।


শোন-গো মেয়ে!
রমণীয় দেহীর আলোড়ন ওঠে
অন্তরতল তব ব্যাকুলিত
রোমাঞ্চিত শিহরণ
ধমনী, শিরা, উপশিরায়
বিবশ চিত্ত আকুলতায়
মৃদু নাড়ি বাসন্তী চিবুক
মেয়ে তুমি
তুলেছ প্রবল ঝড়
নিয়ে নিলে মোর হৃদয় কাড়ি।


ফিরোজ, টিকাটুলি, ০৬/১১/১৯৯৯