হাওয়ায় ওড়ে ঘুড়ি
ঘুড়ির লাগাম-সুতা লাটাইয়ে জড়ানো
হেলে-দুলে বাঁক নেয়, পলটি খায়
বিপরীত বেগে বিপ্রতীপ খেলা
হঠাৎ বাতাসের প্রবল ঝাপটা
ঘুড়ির অনুপম নৃত্যকলা
দুর্বল সুতা ছিঁড়ে যায় সহসা
লাগামহীন ঘুড়ি হাওয়ায় মেলে পাখনা
ভেসে ভেসে নিরুদ্দেশ।


খরস্রোতা তরঙ্গিণী
উজানে দাঁড় বায় মাঝি
ভীষণ স্রোতের চাপ, হাল হারায় নাও
ভেঙ্গে যায় ঘুণে-ধরা দাঁড়
দিশেহারা মাঝি, দিক হারায় তরী
ভেসে যায় স্রোত-হিল্লোলে
ধাক্কা খেতে খেতে তরণী
ভেড়ে কোন অজানা আঘাটায়
নতুবা ডুবে যায় অথৈ জলে।


ভিতরে এক যুদ্ধ চলে নিরবধি
প্রবৃত্তি-বিবেকের অনন্ত বিপ্রতীপ যুদ্ধ
অস্থির বিগ্রহে ব্যতিব্যস্ত সারাক্ষণ
এ লড়াইয়ে কার হয় জয় ... !!!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ৩০/০৫/২০১৬