পদতল হতে সরে গেলে মাটি
তলিয়ে যেতে হয় ভূতলের অতলে
যাদেরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার স্বপ্ন ও প্রেরণা
সেথায় প্রতিবন্ধকতা-বাধা
যেন অবলম্বনহীনের অসহায় আত্মসমর্পণ
স্ববেগে ছুটে আসে মৃত্যু-বিভীষিকা;
নিত্য বসবাস যাদের সাথে
বোঝাপড়ায় অমিল হলে, কাছে থেকেও মনে হয়
যেন দূরে-বহুদূরে বাস।


সৃষ্টিজগতে ‘নির্ভরতা’ স্রষ্টারই সৃষ্টি
নবজাতকের আশ্রয় যেমন মায়ের কোল
নিসর্গে সজীবতা বা সাগর-নদীতে জলের আশ্রয়
মেঘমালা যেমন ওড়ে আকাশের কোলে;
আসলে সব সৃষ্টিরই আছে নিজস্ব নির্ভরতার নীতি
ভঙ্গ হলে সে নিয়মের
ভর করে চূড়ান্ত অসহায়ত্ব।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৭/০৫/২০১৫