জাগতিক জীবন অনেকটা
ভিডিও গেমের মতো
এক ধাপ হতে অন্য ধাপ
অতঃপর গেম ওভার, কিংবা চূড়ান্ত পরিণতি
স্রষ্টার নিয়ন্ত্রণে প্রাণের সচলতা
তাঁর ইচ্ছাতেই গেমের পরিসমাপ্তি।


সুবিস্তৃত বিশাল ব্রহ্মাণ্ডে
অতিশয় বেগে ধাবমান সময়
মহাকালের মাঝে জীবনটা এক ধূমকেতু
এক ঝিলিকেই মিলিয়ে যায়
মৃত্যু-হিম স্পর্শে সার্থকতা খোঁজে জীবনের।


গোলাপের স্থায়িত্ব ক্ষণিক
অথচ এর সুরভি তালাশে পৃথিবী মাতোয়ারা
গোলাপের রূপবত্তা সম্ভাষণের অর্ঘ
আকাশে ইন্দ্রধনুর ক্ষণকাল রঙের ঝলকানি
তবু এর সৌন্দর্যে কাব্যের সৃষ্টি
কৃষকের প্রতীক্ষিত বৃষ্টি
আনে ফসলি-প্রাচুর্য।


প্রাণ ও মানবিক সত্তার উন্মেষে
জীবনের সৌন্দর্য, সার্থক সত্তায়
প্রগাঢ়ভাবে মিশে থাকে মনুষ্যত্ব
প্রাণ ও মানব হিতৈষণে
ধরণীতে অবিস্মরণীয় জীবন।


ফিরোজ, টিকাটুলি, ২৩/১০/২০০০