প্রবল বিশ্বাসে আমি তৌহিদী
ঝেড়ে ফেলা চেতনায় কোন ইলাহ্‌ নেই
কেবল আল্লাহ আরাধ্য ইলাহ্‌;
প্রতি আচার, প্রতি কর্মে
প্রবাহী করো মোরে সেই প্রদৃপ্ত ধারা
তাগুতের চিহ্ন মুছে করো মোরে অমলিন;
হে আরাধ্য!
গড়ে দাও মোর আজাদি মনন
সতত সংগ্রামে রাখো অতি-দৃঢ় চরণ;
মহাপ্রলয় উপঘাতে যেথা ভেঙ্গে খান খান
তুমি আস্থা-ভরসা, নির্ভরতায় তোমারই মুখাপেক্ষী
অঢেল তোমার রহমতের বারি
হে ইলাহ্! মোর নিকুঞ্জে
সে অমৃত-বারি করোগো বর্ষণ!


হে প্রিয়তম!
অন্তরতলের নিগূঢ়-নীড়ে
যতন করে প্রাণ ভরে রেখেছি তোমায়
হে প্রিয়! তোমারই আরাধনায়
আমি যে হয়েছি ব্যগ্র-ব্যাকুল;
তৃপ্ত চেতনে তৃষিত নয়নে তোমারই পানে
রইনুগো চেয়ে, প্রেম-দোলাতে তোমার
তব হয়েছি পাগল;
পুষ্পরেণুর মধুকর হয়ে
তোমাতে আমায় করেছি পূর্ণ-সমর্পণ
হে প্রেমাস্পদ!
তুমি মোরে করোগো বরণ।


ফিরোজ, মতিঝিল, ২০/০৯/২০১৫