স্কুল পড়ুয়া চতুর্দশী হেঁটে যায়
আশেপাশে হাওয়ায় ওড়ে শিসের ধ্বনি
কিংবা কোন অশ্লীল স্বর
এর আবার কাব্যিক নাম 'ইভটিজিং'!
এরা পাঁঠা না-কী!
মাদী ছাগলের পিছে পিছে শুধুই
ভ্যা ... ভ্যা ... ভ্যা ... ডাক!


জন্মের পর থেকে মীনেরা মীন
পতঙ্গরা সবসময় পতঙ্গ
জন্ম হতেই গাছেরা গাছ
সরীসৃপ থেকে যায় সরীসৃপ
আর পশুরা রয়ে যায় পশুই৷


মানুষের চেহারা পেলে হয়-কি মানুষ?
মানুষ মৃত্তিকা, মানুষ পানি, মানুষ লোহাও
মানুষ হাওয়া, মানুষ পশুও বটে
অনেকেরই জানা দাউদের (আঃ) সুললিত সুর
আর মানুষের বানর হবার ইতিহাস
কখনোবা মানুষ ফেরেশতা হতেও উত্তম৷


মানুষ হতে হয় অনুশীলন-সাধনায়
তিল-তিল গড়ে তোলা সমৃদ্ধ চেতনের বাগানে
যেমন এক শিল্পীর হাতে পড়ে
মৃত্তিকা, পানি, লোহা
এমনকি হাওয়ারাও হয়ে ওঠে
অপরূপ শিল্পকর্ম!!!


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৯/০৫/২০১৬