কলাগাছে কাঁচকলা, পেকে রঙ হলুদ
আহা! কী আনন্দ, হর্ষে ফাটে মন
উল্লাস-উৎসবে মাতি
আজি মহা-আয়োজন।


স্বর্ণলতার শিকড়, পাওয়া গেল খুঁজে
তোরা সবে আয়, যদি পাওয়া যায় মূল
কোথা সভাসদ, রসদ, কোদাল-শাবল
কর নিবেদন সে-মূলেরও অতল।


বুনোফুলের মালা পরেছিলাম একদিন
কবে যেন সেটি গিয়েছিল ছিঁড়ে
ওরে কে কোথায়, তোরা বল দিন-ক্ষণ
আমার কাঁদিছে পরান, ফিরে যাব নীড়ে।


কবে যেন বাতায়ন পাশে
ডালিম গাছে পেকেছিল ডালিম
সে এক স্মরণীয় দিন, আহা কী ব্যথা!
ছিঁড়ে ফেলেছিল সেটি, ব্যাটা ঐ কলিম।


বিলাসী আবেশে আসে উদ্ভট আবেগ
অসংগতি করে ভীড় প্রবল প্রতাপ
অর্থহীন ভাবালুতায় ছোটে সারাক্ষণ
হারায় উৎসমূল, শোনেনা প্রকৃত বিলাপ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১৬/০৩/২০১৬