বাহ্যিক চাকচিক্যে পরিপাটি ঘর
আসলে ওটা ঘর নয়
... প্রদর্শনীর কাগজের ঘর।


মানুষটিকে দেখলে মনে হয় কর্মচঞ্চল
নিত্য কর্তব্য-কর্মে নিয়োজিত
প্রাণবন্ত পুরুষ।


নিগূঢ়ে কান পাতলে শোনা যায়
অতি কষ্টের ক্রন্দন সুর
... এক মৃতপ্রায় মানুষের
তিলে তিলে ক্ষয়ে যাওয়া প্রাণহীনের স্বর
হৃদি-অলিন্দে নিভৃতে ডুকরে-ডুকরে কাঁদে
কারো কর্ণে পৌঁছেনা সে কান্না
করুণ আওয়াজ ক্রমেই উঁচু হতে থাকে
যেন সৎকারের অপেক্ষায়
এক পরিত্যক্ত লাশের চিৎকার!
বিধাতার কাছে নিষ্কৃতি চায়
কখন মুক্তি মিলবে!!


ফিরোজ, পল্টন, ২৩/০৪/২০১৬