কেউ কেউ প্রত্যয়-হন্তা
কেউবা কথা রাখেনা
প্রতারিত হয়ে
কেউ কেউ হয়ে পড়ে আস্থাহীন
তবু মানুষে হারালে বিশ্বাস
আত্মা হারিয়ে যায়
বিশ্বাসের দৃঢ়মূল গ্রথিত হোক তীব্রতর
গ্রামে-নগরে, শহরে-বন্দরে, মাঠে-ঘাটে
হাটে-বাজারে, অলিতে-গলিতে, বাড়িতে-ঘরে
সব মানুষের মাঝে।


আস্থা-বিশ্বাসে ঠকলেও তৃপ্তি
বিশ্বাসে বাড়ে প্রত্যয়
মানুষেই মানুষে রাখে আস্থা
বিশ্বাসের স্পর্শ পেলে পাথর-আত্মাও
হয়ে ওঠে প্রত্যয়ী-মানুষ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৫/০২/২০১৬