মনন-সাগরে ঢেউগুলো বেজায় ক্ষুব্ধ
নৈঃশব্দেরাও ঘুমিয়ে পড়ে আছে
চেতনার ধমনীতে ব্যর্থতার বিষ-কণা
ধীরে-ধীরে জমতে থাকে চর্বির মতো
চৈতন্যের শিরা-ধমনীগুলো বিষদিগ্ধ আস্তরে
ভীষণ সংকুচিত-সংকীর্ণ।


হঠাৎ অসংখ্য বজ্রধ্বনি-বজ্রপাত আকাশে
বজ্রগুলো দুইশত এমজির চর্বিনাশক ট্যাবলেট
খসে পড়তে থাকে মেদের পলস্তারা
ঊর্ধ্বে অন্তরিক্ষে তাকিয়ে দেখি
সে-কি নির্মল-উদার হাসি আকাশের!
তাইতো আকাশ থেকে শিখে নিলাম
মননের ঘরকে উদার-অবারিত করতে
কিভাবে অনেক বড় হতে হয়।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৮/০৪/২০১৬