নারী! গর্ভধারিণী, আমাদের মা!
সতত নির্বিঘ্ন আশ্রয়
শৈশবে নিরেট অবলম্বন
যার পায়ের নীচে বেহেস্ত
নির্লোভ উপমাহীনা, মায়া অফুরান
সকল অপত্যে সম্মানীতা, চির-সমুজ্জ্বল
তার অধিকারে সোচ্চার তব
সামর্থ্যে সীমাহীন উজ্জ্বল।
তাবত মা যদি হয় পিতার মতো
পৃথিবীর রূপ হবে বদল
হারিয়ে যাবে সীমাহীন মমতা
পৃথ্বী হতে বিলীন হবে
নিঃশর্ত ত্যাগ, অতৃপ্ত-বাৎসল্যতা
ধরণী হবে বিরানভূমি
নিষ্ঠুর বিপর্যয়ে থেমে যাবে
প্রজন্ম-জীবনের ধারাবাহিতা।


সন্তোষ বিধায়িত্রী, গুণবতী নারী
কখনোবা রমণীয়, পত্নী-প্রীতিকর
তারই প্রেরণায় সৃষ্ট জগজ্জয়ী-রাজাধিরাজ
কণ্ঠাভরণ মালা, প্রণয়ডোরে বাধে বীর
জীবনসঙ্গিনী, সঞ্জীবনী, প্রশান্তি পরশ
তুলনার নেই কেউ
পতিদেহের অংশ, প্রেম-বন্ধুত্বে ভরা
তটিনীর দুকূল ছাপানো ঢেউ।
পত্নীবিহীন সংসার যেন নিশ্চল-গতিহীন
কে সেই দুষ্কৃতকারী-দুর্ভাগা!
নারীর তরে হানে নির্যাতন-অপমান
নারী নির্ঝরের জল, অফুরন্ত উদ্দীপনা
পূর্ণ ভক্তি-শ্রদ্ধান্বিতার মহাউপমা
অবনিতলে উচ্চরবে অবভাসমান
রমণীর গৌরব-গরিমা।
যদি সব জায়া চায় তারা হবে পতিতুল্য
উধাও হবে সুখ-অনুরাগ, ধরাতল হবে বিরূপ
লুপ্ত হবে পরিবার, পতিজায়া-প্রেম
আলোকিত সমাজের ভিত হবে তছরুপ।


ফুলের সুবাস - প্রিয় ভগিনী
যার স্নেহ-মমতায় মায়ের ছায়া পাই
নারী, আমাদের বড় বোন
খুঁজে পাই মোরা মাথা গুঁজবার ঠাঁই।
ফুলের কোমল রাঙা পাপড়ি
আদুরে ছোট বোন
টুকরো-টুকরো খুনসুটি, টুকটাক বায়না
অন্তরতলে সুখস্পর্শে বিগলিত হয় মন
ভাইয়ের আদরিণী সব বোন
সম্ভ্রম সুরক্ষায় ভাই বিলিয়ে দেয় প্রাণ।
ভাইদের মতো হবে - যদি সব বোন করে পণ
এ ভুবন হারাবে বোনের ভালবাসা
বাড়ী না ফেরা ভাইয়ের তরে
রাত জেগে প্রতীক্ষমাণা উদ্বিগ্ন বোন
অথবা বিপন্ন ভাই দেখবে না আর
শঙ্কিত বোনের চোখে জল-ঝরা রোদন।  


নারী বহু আদুরে মেয়ে
স্নেহশীল পিতার অতি আদুরে ধন
দুহিতাবিহীন ঘর যেন মরুভূমি
একটু অাঘাতে পিতার কলিজায় ধরে কাঁপন
পিতার হৃদয়ে কন্যা প্রকৃতির সজীবতা
তারি সুখ-সম্মানে সর্বস্ব ত্যাগী
নয় কুণ্ঠিত পিতা।
কন্যারা সবে যদি হতে চায় অনুরূপ এক পিতা
এ ধরণীতে স্মৃতি হবে
বাবার প্রতি মেয়ের ভালবাসা-আকুলতা
কিংবা অদেখা রবে সে ব্যগ্রতা অপার
যেথা অসুস্থ জনকের শিয়রে বসি
দুহিতা করি বিনিদ্র যামিনী পার।


নারীর প্রতি নয় কোন অবহেলা
নারী আলোকিত মানুষের ঠিকানা
নারী বড় সম্পদ, নারী স্বপ্ন, নারী ফুল
মানুষের মতো সব অধিকারে রয়েছে তাদের পাওনা
নারীতে পুরুষে সহযোগী-পরিপূরক
লভিতে যোগ্যপ্রাপ্য সব-বাধা করো প্রতিহত
সমাজ-সংসারে প্রোথিত যত প্রান্তিকতা-বৈরিতা
শিকড়সমেত উপড়ে ফেল, উন্নয়ন অবারিত
নারী-ক্ষমতায়নে উদার যেথা, রয় আর্থিক স্বাধীনতা
শক্ত ভিতে সে জাতি হবে সমৃদ্ধ-আলোকিত।


নারীকে যারা দাঁড় করার নরের মুখোমুখি
অজান্তে তাদের পরিণত করে পুরুষের প্রতিদ্বন্দ্বী
জাহেলিয়াতের নব্যরূপ ওরা, নারীকে করে অবমন্য
করে অসম্মান পদে পদে, ওরা বুদ্ধি প্রতিবন্ধী
নারী প্রলোভনে ধাবিত হলে মরীচিকায়
হতে হবে তাদের আঁধারের কাঁচাপণ্য
ভোগের পর ফেলে দিবে ডাস্টবিনে
করবে নষ্ট রূপে গণ্য।
হাতে হাত রাখি
নর-নারী আনি বন্ধুত্বের সেতুবন্ধন
পঙ্কিলতার বেড়াজাল ডিঙ্গিয়ে
ধরণীর কোলে প্রবাহিত হবে সবিশেষ মহাকল্যাণ।


নারী স্বমহিমায় উদ্ভাসিত
আপন ফিতরাতে নারী-মনোহর
মুক্তি আর ক্ষমতার মোহে
কভু চেয়োনাকো হতে নর।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ১২/০৩/২০১৫