উঠেছে দমকা হাওয়া
পশ্চিম আকাশে, ঝড় এলো বুঝি
প্রলয় নাচন তুলে
ভেঙ্গে তছনছ আঁধারের পোতাশ্রয়
হলদেটে চোখগুলো মুখ থুবড়ে পড়ে
দুরাচার-পাপিষ্ঠ খলবল আত্মারা
লুকিয়ে পড়ে গহিন গুহার অতল অন্ধকারে
নীল রক্ত-স্রোত হারিয়ে যায়
শুদ্ধ স্বচ্ছ জলে।


তখন অপ্রত্যাশিত কালো মেঘগুলো
কালবৈশাখী নয় - বৃষ্টি হয়ে ঝরে পড়ে
প্রাণবন্ত জননী জমিনে
ভেজা দখিনা হাওয়ায়
ভেসে যায় তৃষিত তিক্ত মুখ
দূর হয় বিষণ্ণ দুপুর।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২০/০৪/২০১৬