অর্থ ও ক্ষমতা যেন তীক্ষ্ণ-ধারালো ছুরি
কিংবা উদ্ধত মেশিনগান
দিনের মতো স্বচ্ছ - দস্যুর হাতের কৃপাণ
গড়বেই পরিহাসের নগর
হয়ে ওঠে হত্যা-লুণ্ঠনের ইতিহাস
দুর্বৃত্ত যদি মেশিনগানের অধিপতি-অধীশ্বর
তব সে হিংস্র-শার্দূল
ছাড়ে হৃদয়-বিদীর্ণ হুঙ্কার।


যখন কোন ডাক্তার অসির অধিপ
মানবতার কল্যাণে - চিকিৎসায় জুড়ি মেলা ভার
মেশিনগান যদি কুশলী সৈনিকের অধীন
দেশের মাটি কখনে‍া হয়নাকো পরাধীন।


অর্থ ও ক্ষমতা যদি উচ্ছৃঙ্খল-স্বেচ্ছাচারীর
সে এক অনিষ্টকর চাবি!
মানবতার অকল্যাণে
নিয়ত প্রয়োগ সে শক্তির।


ফিরোজ, দিলকুশা, ২০০২