আমি একাকী
শুধুই একাকী, গিরি-কন্দর, সাগর তলের
নির্জনতার মতো একাকী
কানে পৌঁছেনা কোলাহলের মৃদঙ্গ শব্দ-সুর
চৈতন্যগুলোতে চিহ্ন রেখে যায় নিমগ্নতার
কোনদিন নয়, কোনকালেও না
না সংসার, না কর্মযজ্ঞে
না কোন রঙ্গমঁচগন্ধিতে অতিশয় উজ্জ্বল
ব্যারোমিটার-পারদের
জটিল গণনায় নেই কোন উপস্থিতি
একান্ত-একাকী পথ চলি
শুধুই আলিঙ্গনে মৃত্যু-পথিক।


ফিরোজ, দিলকুশা, ০৭/০৪/২০১৬