অঙ্গে মাখা ধুলি রে তোর
নিয়েছি তোর বেশ
তুই যে আমার জন্মভূমি
প্রাণের বাংলাদেশ।


তোর রূপমুগ্ধ রূপে-গুণে
রসিক অবিশেষ
স্নেহ-মায়া ফুল ফুটালো
নেইকো ঋণের শেষ।


কোমল ছায়া, নিবিড় মায়া
বেড়ে উঠার কাল
কেমনে ছাড়ি কেমনে ভুলি
স্মৃতির চোখে জল।


মাটির গন্ধে খুঁজে-ফিরি
আমার সকল সুখ
বুকের মাঝে লুকিয়ে আছে
আমার মায়ের মুখ।


সবুজ মাঠের বাতাস ঢেউয়ের
মাতাল-করা খেলা
গাছের ছায়ায় রাখাল বাঁশি
দেয় যে প্রাণে দোলা।


সোনার ফসল ঘরে তুলে
ভুলি সকল ক্লেশ
তুই যে আমার প্রাণ-জুড়ানো
প্রিয় বাংলাদেশ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০২/০১/২০১৬