এলো উত্তুঙ্গ আহ্বান, নিঃসঙ্গ প্রস্থানের
প্রতিবর্তনহীন সে যাত্রা
অবশ্যম্ভাবী সময়ের ডাকে
অগ্রাহ্যহীন সাড়া দিতে হয়।


স্বজনের কান্না, আকুতি উপেক্ষিত
বড্ড একাকী, কম্পিত হৃদয়
পাথেয় উপকরণ
নিতান্তই অপ্রতুল।


অপরিচিত অজানা সে গন্তব্যে
শুধুই শঙ্কা-ভয়, উৎকণ্ঠা অভিযাত্রীর
তবুও যেতে হবে
ক্ষণিকের পৃথিবী ছেড়ে
শেষ হবে জীবন-পঙ্‌ক্তিমালা।


মৃত্যু মানেনা কোন বাধা
কারো কোন দাবি, প্রিয়জনহারা বেদনা
মৃত্যু মানেনা বন্ধু-স্বজন
শোকার্ত মা-পিতার বুকফাটা ক্রন্দন
মৃত্যু যেন পাঁজরে বন্দী
ভয়াল দীর্ঘশ্বাস।


ফিরোজ, দিলকুশা, ৩০/১১/১৯৯৯