সুস্থিরকৃত, পরিকল্পিত, সুনিয়ন্ত্রিত বিশ্বজগৎ
এক অকল্পনীয় মহাবিজ্ঞানির রহস্যময় অভিপ্রেত
দূরভিসারী জিজ্ঞাসা হয়ে পড়ে বিমূঢ়-হতবিহ্বল
বিজ্ঞানের জয়যাত্রা স্তব্ধ হয়ে ফিরে আসে
অনন্ত মহাজাগতিক রহস্যের উজ্জ্বল-উদ্ভাসন
নিশ্চিত প্রত্যয়ে উদ্বেলিত মন
বিশাল পরাকীর্ণ মহাবিশ্বের নিয়ন্তা একজন
অলৌকিক জ্ঞানময় স্রষ্টা
তাঁর সৃষ্টিতে তাঁকে অনুভব করা যায়
কল্পনায় যায়না সীমা নির্ধারণ
প্রতি সৃষ্টিতে, প্রকৃতির সুশৃঙ্খল নিয়মের বিমূর্ত ভাষায়
অন্তর্গত ব্যঞ্জন ধ্বনির মতো
প্রমূর্ত হয়ে ওঠে স্রষ্টার কারুকাজ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৬/০৩/২০১৬