তুমি যদি বলো
মহাসাগরে হয়ে যাব
নির্জন এক দ্বীপ
পাল তোলা নায়ে ভেসে যাব
শুধুই দুজনে
মুখোমুখি চুপচাপ।


তুমি যদি চাও
হবো আকাশের নীল
সে নীলে হবে মাখামাখি
দু-বাহুতে ডানা মেলে
শুধুই উড়বো দুজন
নিত্য হবে চোখাচোখি।


তুমি যদি বলো
হয়ে যাব পাহাড়
গম্ভীর হিমালয়
গভীর ধেয়ানে
মগ্ন রইবো
তোমারই কামনায়।


তুমি যদি চাও
হয়ে যেতে পারি রাত্রি-নিশি
লুকাবো দুজনে এক-সাথ
দিয়ে সব-চোখ ফাঁকি
গভীর আবেশে
নির্ঘুম কাটাবো রাত।


কখনো পথে এলে বাধা
তোমার লাগি
ত্যজিবো সব কুল-মায়া
তোমাতে হারায়ে
তোমারই মাঝে
খুঁজে নেবো শীতল ছায়া।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৭/০৩/২০১৬