দ্বিত্বচারীর সুনিপুণ ছদ্মাবেশ …


প্রথম দৃশ্যপট
৯/১১, বুলেটাঘাত, বিকট বিস্ফোরণ
প্যারিস, ব্রাসেলস, শার্লি হেবদো, সিডনি, লন্ডন
আগুন, স্পিলিন্টার, শেল, ক্ষতবিক্ষত দেহ
পোড়া মাংস, শোরগোল, চিৎকার, কান্না
জমাটবাধা থকথকে রক্ত, মৃত্যু বিভীষিকা
মূল্যবোধ-মানবিকতার বিপর্যয়
শত-সহস্র ইলেকট্রিক্যাল-ডিজিটাল মুখে শব্দ-যুদ্ধ
নিদারুণ ধিক্কার, কেঁপে ওঠে পুরো পৃথিবী
প্রতিরূপ-প্রতিক্রীয়ায় ইতিহাস ম্লান
যেন সম্মুখ সমরে নেমে পড়ে বিশ্ব।


দ্বিতীয় দৃশ্যপট
প্রথম দৃশ্যপট হতে বহুগুণ ভয়ঙ্কর আঘাত
আঙ্কারা, আইভরি কোষ্ট, মালি, বুরকিনাফাসো
সিরিয়া, ইয়েমেন, আফগানিস্তান, পাকিস্তান, আরাকান
বৈরুত, ইরাক, সুদান, সোমালিয়া, নাইজেরিয়া, পশ্চিম আফ্রিকা
ভয়ানক নিষ্ঠুরতা, লক্ষ-লক্ষ মৃত্যু, লক্ষ-লক্ষ বাস্তুহারা
খুনের নহর বহে জমিনে, তবু বিশ্ব যেন নির্বিকার
ঘটনাস্থল এক অমোচনীয় রেখা আঁকে
প্রতিনিনাদ-পরাবর্তন দ্বৈততার
ভাবখানা দায়সারা
আদর্শ-ধর্ম-অঞ্চল-মূল্যবোধ পৃথক
ওরা মরলে মরুক কি যায় আসে!


দৃশ্যপটের অন্তরালে
ঔদার্য-মানবিকতার ছদ্মবেশী প্রতারণা
রাজকীয় বেলেল্লাপনায়
বিভ্রান্তির অতলে সাম্রাজ্যবাদী চেতন
নিজ অর্থর্নীতির নিরাপত্তা, রাজনৈতিক প্রাধান্য বিস্তার
সম্ভাব্য প্রতিযোগী প্রাচ্য-সংসর্গ-উন্নয়ন-কৃষ্টি লয়ে
নৃশংসতা, বুলেটে-বুলেটে ঝাঁজরা
টন-টন বোমা, গোলাবারুদের নির্দয় উল্লাস
জঙ্গি-বোমারু বিমানের অব্যাহত উদ্ধত প্রক্ষেপণ
কখনোবা তিলে-তিলে বর্বরোচিত-নিষ্ঠুর গণহত্যা।


মূল্যবোধের সর্বজনীন নীতি
আজ কোথায় যেন পালিয়ে গেছে
প্রশ্নবিদ্ধ হতে হতে
সব ভাষার বর্ণগুলো সংজ্ঞা লিখতে ভুলে গেছে
নাগরিক নিরাপত্তা, ন্যায়বিচার
মানবাধিকার কিংবা গণতন্ত্র কাকে বলে!
হায়, কি সর্বনাশ!
দুর্গম গিরিগুহায়, সমুদ্রের তলদেশে
উদাসীন নির্জনতায় লুকিয়ে পড়েছে শান্তি।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০১/০৪/২০১৬