প্রতিশ্রুতি দিয়েছিলে
স্বপ্ন দেখেছিলে - দেখিয়েছিলে
এক উজ্জ্বল আলোকিত স্বপ্ন
শেষ হবে শোষণ, অন্যায়
ছিন্ন হবে অন্যায্য বাতাবরণ
সাম্য-স্বকীয়তা, মানবতার হবে জয়গান
অগণিত মৃত্যু, মানবিক বিপর্যয়
রক্তে ভেজা জমিন মাড়িয়ে
লাল-সবুজের পতাকা উড্ডীন আকাশে।


অনেক দিনতো হলো পার
অতিক্রান্ত হয়ে গেছে অনেক ঋতু
পদ্মা, মেঘনা, যমুনায় গড়িয়েছে অনেক জল
পদ্মায় এখন চরা, যমুনা মৃত-প্রায়
এ বাংলার মাটি, ফুল, ফল, সবুজ শ্যামালিমা
দেখেছে অনেক বসন্ত
বৈশাখে বয়ে গেছে অনেক ঝড়
তবু সে প্রতিশ্রুত-স্বপ্নের বাস্তবতা কই?


এখনো কণ্ঠ রুদ্ধ, অধিকার হারায়
অক্ষরগুলোর বুক ধুকপুকুনি, গুম, খুন
অনিয়ম, রাহাজানির জয়জয়কার
বাতাসে ভাসে নিপীড়িতের আর্ত-চিৎকার
শোষিত-বঞ্চিতের রোনাজারি হাহাকার
এখনো শোন‍া যায়
উদ্ধত মুখের দুর্বিনীত ভাষণ
আমরা বড়ই দুর্ভাগা
এখনো আঁধারের গল্প শুনি।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৬/০৩/২০১৬