মায়ায় বিগলিত পাহাড়ের কান্নাগুলো
ঝরনা হয়, বয়ে চলে স্রোতস্বিনী
কখন মিলন হবে সমুদ্রে
দু'পাড়ের নিসর্গের অভিবাদন
ফুল হয়ে ঝরে পড়ে জলে,
মায়ায় অভিপ্লুত হলে
অসহায়ত্ব বা অসামর্থ্যগুলো
ভালবাসার উপলক্ষ হয়
নিখাদ মায়ার নেই কোন স্বার্থ-চিন্তা
মায়ায় সিক্ত প্রেম
মাশুকে মিলনের তরে সদাই উদ্গ্রীব৷


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৫/০২/২০১৬