রঙের জীবন-খানি পুষ্প-রসে ভরা
আশপাশ নাহি ঘেঁষে আবৃত তমসা
মোহময় অনুভবে মল্লিকা মদিরা
ভ্রমরের ভিড়ে থাকে জাগ্রত ভরসা


কোকিলের কুহুতান বসন্ত কূজনে
মেলে ডানা দু’বাহুর রঞ্জিত পাখনা
রূপে রঙে জড়িমায় বাসন্তী যাপনে
অমৃতের পেয়ালাতে বিহ্বল থাকনা


আদিরস কাদাজলে তৃষ্ণার ফোয়ারা
মধুময় তামরসে তৃষিত ঢাকনা
নন্দন নৃত্যকলায় মুগ্ধ তৃপ্তধারা
হৃদয়ের উষ্ণতায় প্রকাশ হোক-না


অসংযত চেতনের অতীব তাড়ন
ইন্দ্রিয় তৃষ্ণাতে পিয়ো আসক্তির জল
অশ্রেয় জীবন, দূর নয় সে লগন
পরবশে সহসাই ডুববে অতল।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ০৬/০৩/২০১৬