মনছল হে মনোহারিণী চঞ্চলা
মধুরভাষিণী - প্রিয়তমা,
নিঝুম রাত্রির স্বপ্নগ্রাসী
বাঁশরীর সুর, অপ্সরী তিলোত্তমা।


কৃষ্ণচূড়া ওষ্ঠপুটে
সলাজ হাসি কান্তি ছড়ায়
অমাবস্যা রং মেখে যে চুল খোলা
বসন্ত হাওয়ায় ভেসে গুঞ্জরিত মধুপের মত
ছন্দ নৃত্যে দেয় দোলা।


হে মঞ্জরিত একগুচ্ছ মালতী
স্নিগ্ধ পরশিতে পাপড়ি মেলো
মৃদু কটাক্ষ ঈষৎ রোষে
মেঘলা আকাশ অভিমানী,
বায়ুতরঙ্গে নেচে ওঠে
নিলাম্বরী আচলখানি।


প্রিয়া, মনোহর কান্তিমতী
হৃদয়কাড়া মনহরা, ঘনকৃষ্ণ পদ্মলোচন
আনে স্বস্তি দেয় যে শান্তি
গোধুলীর লালিমা আঁকা
নিবিড় প্রেপ্সু তব বদন।


যেথা যাই দূরে
যদি ডাক পাশে
বারে বারে ফিরে আসি,
তৃষ্ণার জল মিটে পিয়াস
তৃপ্ত হৃদয় - হে প্রেয়সী।


ফিরোজ, সাভার, ১৪/০১/২০০০