বাড়ির সামনের উঠানে
বড় দেবদারু গাছটির মগডালে বসে
ডাকে, কেবলই ইশারায়
সুনীল আকাশে ডানা মেলে
হাওয়ায় হাওয়ায় ভাসিয়ে উড়িয়ে নেবে দিগন্তে
শুধুই স্বপ্নময় ভোরের উদ্ভাসন
পুলকিত সুখের কল্লোলিত ঢেউ
বারেবারে ইঙ্গিতে ডাকে ।


আহা ! কেন এতো ডাক বাপু ?
সাঁঝের বেলায় ভেবে দেখবো ‘ক্ষণ’
তুমি বরং নেমে এসো, মাটির কাছাকাছি
আমরা বন্ধু হবো
হেসে খেলে দিন কাটাবো দুজনে ।


ফিরোজ, দিলকুশার পথে, ০৫/০৪/২০১৭