(১)  শিকড়হারা  


সদ্য গজিয়ে উঠা শহুরে বাবুসাব
অতি পরিপাটি বাহারি ঠাটঠমক
একটু বেশিই বাহার
ভ্রু-কুঞ্চনে আটকে থাকে গ্রাম্য চাষাভুষা
অথচ বাবুসাবের গতর-চর্মে ঘষা দিলে
এখনো চাষাভুষার গন্ধ ছড়ায়
এরা শিকড়হারা পরগাছাই বটে
লোকে বলে –
“দুই দিনের বৈরাগী হয়ে ভাতেরে কয় অন্ন” ।


(২)  রসবোধ  


অর্থস্বাস্থ্য নাদুস নুদুস, চিন্তাহীন অন্নদুয়ার
আমরা ভারী সুসভ্য সংস্কৃতিবান
রসের হাঁড়ি টইটম্বুর, উত্তম রসিকজন আমরা
কিন্তু ওরা বড্ড অসভ্য, রুচিহীন অশিষ্ট
ভাইরে ... ! নিত্য জঠরজ্বলনের পিছু ধাওয়াতে
রুচিবোধ হারিয়ে যায়
তাদের কাছে রসবোধের ফুরসৎ কই
কথায় আছে -
“পেটে খেলে পিঠে সয়, রসের হাঁড়ি বয়ে নেয়”
পেট খালিতো রসও খালি ।



(৩)  বলতে মানা  


তোমরা খুবই রুষ্ট হলে
হেতু, কেনো সবকিছু বলে দিলাম?
যে রুগ্ণতার খবর নেয়
রোগের কারণতো তাকেই বলবো
সবকিছুই বলে দিয়েছি ...
আহ! দমবন্ধ ছাতি হতে মুক্তি
যেন খোলা জানালার বাতাসে অবাধ নিঃশ্বাস ।


ফিরোজ, সিদ্ধেশ্বরী - ২৩/০২/২০১৭; সিদ্ধেশ্বরী - ২৩/০২/২০১৭; দিলকুশা - ১১/০৩/২০১৭