(১)  শান্তি  


ফাঁকা মনে ধরে ঘুণ
মনটাকে কাজ দিন
কাজ ছাড়াই ভ্রান্তি
কাজে কাজেই শান্তি ।


(২)  সমঝোতা  


নীতিহীন জলমহলে সমঝোতা হয় না
বোধহয় খুবই হীন আমি
অপার নিকৃষ্ট, অবাঞ্ছিত কেউ আমি
কখনই শ্বেত পায়রার পাখনা দেখা হয়নি ।



(৩)  ন্যায়বিচার  


কবে যেন ঘর হতে চৌকাঠ
মাড়ালো বিচার, ক্ষমতার সিঁড়িতে রাখলো পা
বাঁধা পড়ে সব সমনে,
ইনসাফে লেডি অব জাস্টিস
গ্রীক দেবী থেমিস, উঁচু হাতে পাল্লা নিয়ে দাঁড়িয়ে
আমার বাড়ির উঠানে ।


আহা, ন্যায়বিচারের মড়া
কেবল মূর্তি হয়ে খাড়া !!


ফিরোজ, সিদ্ধেশ্বরী-১৩/০৩/২০১৭; সিদ্ধেশ্বরী-১৮/০৩/২০১৭; দিলকুশা-১৯/০৩/২০১৭