আপু তুমি বউ সেজেছো
আমায় ছেড়ে যাবে শশুর বাড়ি
আমি অনেক রাগ করেছি
দুষ্টু তুমি, তোমার সাথে আড়ি।


তোমায় ছাড়া কেমনে শুনবো
ঐ জানালায়, ভোরের পাখির ডাক
কেমন করে তোমার সাথে
কইবে কথা আমার বন্ধু কাক।


তাও যাবেই! যাবে যাও!
কাকের সাথে খেলবো সারাবেলা
কাকবন্ধু এনে দেবে
আমায় অনেক হরেক রকম খেলা।


লক্ষী আপু! মিনতি করি
একলা ফেলে যেওনা আমায় ছাড়ি
প্রমিজ আপু! আর নেবোনা
তোমার সকল প্রিয় খেলনা কাড়ি।


সোনার আপু, রাগ করেছো
কাঁদছো তুমি, তোমার চোখে জল
আর কেঁদোনা, একটু হাসো
এনে দেবো তোমার পায়ের মল।


ফিরোজ, সিদ্ধেশ্বরী, ২৮/০৪/২০১৫