হাসির অন্তরালে বিষাধের পলিশ
নাই লক্ষ্য নাই অনুসরণ
তবু চলমান এই গ্লানি মাখা পথে
কিরণ মেঘের ভাজে.....


স্নিগ্ধতায় ঘূর্ণি মন যে
আজও ব্যথিত ব্যথা ভারে
ঝমকালো আধারে অজ্ঞতা সাঁতারে
হরণে মরনে ভালবাসা গড়নে।


নিন্দিত শোক আবরণে
চির-চিরায়িত পথ
মলিন দৃশ্যপটে
মন ভাঙ্গনের খেলা ঘরে .....


ছিল যেটুকু স্বর্ণালী সুরে
হারানো অবুঝ সময়ের স্রোতে
বলদর্পিত আশীর্বাদে হৃদয়ের সুউচ্চ আসনে
তা আজ ক্ষত-বিক্ষত "শোক আবরণে"।