যাযাবরে মিশ্রিত আজ সোনার মুকুট,
কোমল ধ্বনি আড়ালে রেখে উন্মোক্ত-
কর্কট ভাষা গুঞ্জনে গুঞ্জনে মিছেলে,
রাঙ্গায়িত পথের দিশায় ঐশী স্বমুখে।


হাসিতে নয় খুশিতেও নয় উনুনে ফুটে-
মনের আবেগ ঘৃণা বিন্যাস লালসায়িত লালা,
ধনের কদরে মগ্ন গোলামের গোলামিতে ব্যস্ত,
শোষনে দূষণে পরিশ্রান্ত সে বেলাগাম দূরধর্ষ।


লোকও হাতে সৃষ্ট হয়ে লোকেরে করে দাস,
অথৈ প্রভাবে মিত্র সেজে চালায় অনাবিল আগ্রাস,
দান সহিত পর ধন ঢেলে মিটায়ে মানচিত্র
রাম থলি পূর্ণ লক্ষে আজ গোলাম অপদার্থ।