প্রিয়,
বোঝার মধ্যে যেটুকু পড়ে,
সেটুকু তোমাকে বোঝাতে চাই অতি-যতনে।
যেহেতু দূরে আছ-
সেহেতু তোমাকে সেই পাঠদানের অসীম ক্ষমতাটুকু আমার নাই।


______পায়ে বেড়ি দেয়া "অদৃশ্য বেড়ি"


না হয় একবার হলেও আসতাম,
আর এসে এমন কান্ড ঘটাতাম-
যা তোমার পক্ষে অসহনীয় মনে হত,
এক্ষেত্রে ভাগ্যবতী বলা যায় তোমাকে।


চির নিদ্রায় মিলিত হয়ে শায়িত হব-
এ ভয়তো তোমায় অনেক বার দেখিয়েছি তাই না,
তাছাড়া তো কোন পথ ছিলনা খোলা,
না হয় বুঝিয়ে দিতাম তুমি আমার কতটুকু "প্রিয়" হও।